নয়া দিল্লি, ২ আগস্ট : প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY) প্রকল্পে ত্রিপুরায় গত তিন বছরে মোট ৪৫৫ কোটি ৪৭ লক্ষ টাকা খরচ হয়েছে। সাংসদ বিপ্লব কুমার দেব- এর এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি আজ রাজ্যসভায় এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে রাজ্যে বছর ভিত্তিক হিসাব অনুযায়ী ২০২০-২১ অর্থ বছরে রাজ্য সরকারের অংশ সহ মোট ৯৯ কোটি ১৩ লক্ষ টাকা খরচ করা হয়েছে । এর মধ্যে কেন্দ্রীয় সরকার দিয়েছে ৬৯ কোটি ৫৭ লক্ষ টাকা। ২০২১-২২ অর্থ বছরে খরচ হয়েছে মোট ২০৩ কোটি ৪৪ লক্ষ টাকা। এর মধ্যে কেন্দ্রীয় সরকার দিয়েছে ৭৩ কোটি ৮৮ লক্ষ টাকা। এবং ২০২২-২৩ অর্থ বছরে কেন্দ্রীয় সরকার ২৫১ কোটি ৬৩ লক্ষ টাকা বরাদ্দ করে, এর মধ্যে রাজ্য পি এম জি এস ওয়াই প্রকল্পে খরচ করে ১৫২ কোটি ৯০ লক্ষ টাকা। কেন্দ্রীয় মন্ত্রী আরো জানান যে, নির্ধারিত সমুসুচি অনুযায়ী পি এম জি এস ওয়াই প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ের নির্মাণ কাজ ২০২৪ এর মার্চ এর মধ্যে সম্পন্ন করার কথা | তৃতীয় পর্যায়ের কাজ শেষ করার কথা ২০২৫ এর মার্চ মাসের মধ্যে|

