নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): কার্যদিবসের ১০ দিনের মধ্যেই অনাস্থা প্রস্তাব আনা হবে সংসদে। সোমবার স্পষ্টভাবে জানিয়ে দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। এদিন সকালে অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রহ্লাদ জোশী বলেছেন, কার্যদিবসের ১০ দিনের মধ্যেই অনাস্থা প্রস্তাব আনা হবে।
এদিকে, বিরোধীরা অনাস্থা প্রস্তাব নিয়ে অবিলম্বে আলোচনার দাবি জানাচ্ছেন। সোমবারই কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “অনাস্থা প্রস্তাব নিয়ে আমরা আলোচনার দাবি জানাচ্ছি। মণিপুরের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। দেশকে বাঁচাতে হবে। বিজেপি ও তাঁদের জোট সঙ্গীদেরও মণিপুরে যাওয়া উচিত। প্রত্যেকের মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখা উচিত।” উল্লেখ্য, কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।