হিংসা থামছেই না! নদিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন নির্দল প্রার্থীর সমর্থককে

নদিয়া, ২৯ জুলাই (হি.স.): পঞ্চায়েত ভোট পরবর্তী সন্ত্রাস, হিংসা থামছেই না! ফের হিংসার বলি হলেন একজন নির্দল প্রার্থীর সমর্থক। নদিয়া জেলার নাকাশিপাড়ায় খুন হলেন নির্দল প্রার্থীর সমর্থক। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। নিহতের নাম-খবির শেখ। শুক্রবার রাতে খাবার খেতে বসেছিলেন তিনি। সেই সময় কয়েকজন তাঁর বাড়িতে ঢুকে পড়ে। কোনও কিছু বুঝে ওঠার আগেই পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থীকে সমর্থন করা ব্যক্তিকে উঠোনে টেনে এনে বাঁশ, লাঠি নিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসায় পালিয়ে যায় দুষ্কৃতীরা।

এর পর খবির শেখ নামে ওই প্রৌড়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তখনই নিয়ে যাওয়া হয়েছিল বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হামলাকারীরা প্রত্যেকে দুষ্কৃতীরা শাসকদল আশ্রিত বলে দাবি করেছে মৃতের পরিবার। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শুক্রবার রাতে এ নিয়ে চাপানউতোর শুরু হয়েছে নদিয়ার নাকাশিপাড়া থানার বীরপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বাহিনী।