মহিলা ফুটবল : অপরাজেয় লীগ চ্যাম্পিয়ন স্পোর্টস স্কুল এবার সুপার লীগের অপেক্ষায়

স্পোর্টস স্কুল-৩                                                                      কিল্লা মর্ণিং-‌০

(‌শ্রীয়া-‌২, বিনাতা)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।অপরাজিতভাবে লিগ অভিযান শেষ করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। প্রত্যাশিতভাবেই পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে সুপারে ফোরে গেলেন কল্পনা দেববর্মার দল। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত‌ বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবল লিগে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ৩-‌০ গোলে পরাজিত করে কিল্লা মর্ণিং ক্লাবকে। গ্রুপ লিগে ৬ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকে সুপারে গেলো স্পোর্টস স্কুল। এদিন হারলেও ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান পেয়ে সুপারে গেলো কিল্লা মর্ণিং ক্লাব। দু-‌দলই সুপারের জন্য নির্বাচিত হয়ে যাওয়ায় এদিন ম্যাচে দেখার ছিলো কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন কিল্লার ফুটবলাররা। শুরুতে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেও ম্যাচ যত গড়িয়েছে ততই পিছিয়ে পড়তে দেখা গেলো কিল্লা মর্ণিং ক্লাবের মহিলা ফুটবলারদের। মূলত:‌ স্পোর্টস স্কুলের ফুটবলারদের গতির কাছেই মাথা নত করে মাঠ ছাড়লেন কিল্লা মর্ণিং ক্লাবের মহিলা ফুটবলাররা। এদিন শুরু থেকেই দুদল আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। আক্রমণ প্রতি আক্রমণে একসময় ম্যাচ জমে উঠেছিলো। ২৮ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে প্রথম গোলটি করেন শ্রীয়া দেব। এর ৩ মিনিট পর দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন শ্রীয়া দেব। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করেন কিল্লার ফুটবলাররা। বার কয়েক পজেটিভ আক্রমণ করলেও ত্রিপুরা স্পোর্টস স্কুলের রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি। ম্যাচ শেষ হওয়ার ১ মিনিট আগে বিনীতা সিনহা ত্রিপুরা স্পোর্টস স্কুলের জয় নিশ্চিত করে দেন। খেলা পরিচালনা করেন পল্লব চক্রবর্তী। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের শ্রীয়া দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *