ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। লীগ রুলস অবমাননার শামিল। এগিয়ে চলো সংঘ থেকে চিঠি দিয়ে জানানো হলেও ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টাতে তেমন গুরুত্ব আরোপ করছেন না বলে এগিয়ে চলো সংঘ স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন প্রকাশ করছে। সঙ্গত কারণেই লীগ শুরু হলে আইনি বেড়াজালে প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট জড়িয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের লীগ রুলস অনুযায়ী গত বছরের পয়েন্টের হিসেবে সর্বনিম্ন দলের অবনমন ঘটে এবং এ-ডিভিশনের দল বি-ডিভিশনে, বি- ডিভিশনের দল সি-ডিভিশনে খেলার রীতি রয়েছে। কার্যত গত বছরের প্রথম ডিভিশন লীগ খেতাবের ফয়সালা এখনও আদালতের বিচারাধীন বলে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন গত বছরের অবনমন ইস্যুকে সরিয়ে রেখে প্রথম ডিভিশন লিগ টুর্নামেন্ট শুরু করার আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি লীগ রুলস লঙ্ঘিত হবে বলে এগিয়ে চলো সংঘ থেকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হলেও বিষয়টি কেন গুরুত্ব পাবে না, তা জানতে চেয়ে এগিয়ে চলো সংঘ থেকে পুনরায় আজ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সকাশে অপর এক চিঠিতে গত ১৪ জুলাইয়ে প্রেরিত চিঠি-র রেফারেন্সে এ বিষয়ে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের ভূমিকা জানতে চেয়েছেন। কার্যত লীগ শুরুর আগেই আইনি ঝামেলা এড়িয়ে ফুটবল সংস্থার সবদিক দেখে টুর্নামেন্ট শুরু করাই শ্রেয় বলে ফুটবল মহল মনে করছে।
2023-07-26