BRAKING NEWS

বিএমএসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খোয়াইয়ে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ ভারতীয় মজদুর সংঘের ৬৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খোয়াই জীপ স্ট্যান্ডে আয়োজিত হয় মেগা রক্তদান শিবির৷ ভারতীয় মজদুর সংঘ খোয়াই শাখার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার৷ তাছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির বাইস চেয়ারপার্সন তাপস কান্তি দাস, বি এম এস-র কার্যকর্তাগন৷এই দিনের রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন,সেবাই ধর্ম মানব সেবাই ঈশ্বর সেবা৷ ব্যক্তিকেন্দ্রিক জীবন যাপন করা কোন মানুষের পক্ষেই সম্ভব না৷ প্রতিদিন রাজ্য জুড়ে অনেক ইউনিট রক্তের প্রয়োজন৷ যার কারণে আমরা রক্তদানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থা, ক্লাব, এনজিও, এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করা৷ রক্তস্বল্পতার কারণে দেশে বহু রোগী মারা যায়৷ রক্তদানের মাধ্যমে আমরা একজন মুমূর্ষ রোগীর জীবন রক্ষা করতে পারি৷ এই মহৎ কাজে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি৷ এই দিনের মেঘা রক্তদান শিবিরে মোট ৩০ জন মোটর শ্রমিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *