নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): রাজস্থানে মহিলাদের প্রতি অপরাধের ঘটনা দিন দিন বেড়েই চলেছে, এমনই অভিযোগ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র। রাজস্থানে মহিলাদের প্রতি নৃশংসতা ও অপরাধের ঘটনার প্রতিবাদে সোমবার সকালে সংসদে চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করলেন রাজস্থানের বিজেপি সাংসদরা। রাজস্থানের অশোক গেহলট সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন সে রাজ্যের বিজেপি সাংসদরা।
বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব বলেছেন, “রাজস্থান, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ ও মণিপুরে মহিলাদের ওপর অত্যাচার চলছে। বিরোধীরা শুধু মণিপুর দেখতে পাচ্ছে, কিন্তু রাজস্থান ও অন্যান্য রাজ্যকে উপেক্ষা করা হচ্ছে। রাজস্থান সরকার রাজ্যে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।” এদিকে, বিজেপি সাংসদ রবি কিশান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ইস্তফার দাবি তুলেছেন। তিনি বলেছেন, “আমরা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পদত্যাগ দাবি করছি। দলিতদের (নারী) উপর অত্যাচার বন্ধ করতে হবে। নৃশংসতা ব্যাপকভাবে বেড়েছে এবং তাই আমরা এখানে সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ করছি।”