ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।।আগামীকাল দুর্বল ইকফাই এর মুখোমুখি হবে ফুলো ঝানু ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত মহিলা ফুটবল লিগে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল সকাল ৮ টায় শুরু হবে ম্যাচটি। আপাতত ৫ ম্যাচ খেলে ফুলো ঝানু দলের পয়েন্ট ৭ এবং ইকফাই এর পয়েন্ট ৩। শক্তির বিচারে আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবেন দিপালী হালাম এর দল ফুলো ঝানু ক্লাব। ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়ে কিল্লার সঙ্গে তৃতীয় স্থানে থাকতে আগামীকাল মাঠে নামবেন ফুলো ঝানু ক্লাবের ফুটবলাররা। দুদলই রবিবার শেষ প্রস্তুতিসেরে নেয়। এদিকে ত্রিপুরা পুলিস দল নাম তুলে নেওয়ায় এদিন ওয়াক ওভার পায় চলমান সঙ্ঘ।
2023-07-23

