শ্রীনগর, ২৩ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরে অমরনাথ যাত্রায় ২১ দিনে ৩ লক্ষ ১৭ হাজারের বেশি তীর্থযাত্রী পবিত্র গুহামন্দির দর্শন করেছেন, যা একই সময়ে আগের বছরের তুলনায় অনেক বেশি। আগামী মাসে এই সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। রবিবার পর্যন্ত ৩ হাজার ৬০০ পুন্যর্থীর ২১-তম দলটি আজ ভোরে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে অমরনাথজির গুহা মন্দিরের উদ্দেশে রওনা হয়েছেন। বালতাল ও পহেলগাঁও পথে তাঁরা মন্দির পৌঁছবেন। গত পয়লা জুলাই অমরনাথযাত্রা শুরু হওয়ার পর থেকে এপর্যন্ত মোট ৩ লক্ষ ১৭ হাজার ১২৫ জন পুন্যার্থী অমরনাথ গুহায় তুষারলিঙ্গ দর্শন করেছেন। ৩১শে আগস্ট শেষ হবে বার্ষিক এই তীর্থযাত্রা।
2023-07-23