নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): রাজধানী দিল্লিতে যমুনা নদীর জলস্তর ধীরে ধীরে কমেই চলেছে। কেন্দ্রীয় জল কমিশনের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দিল্লিতে যমুনার জলস্তর নেমে ২০৫.২৫ মিটারে পৌঁছেছে (পুরানো রেল সেতু), যা বিপদসীমার নীচেই। যমুনার জলস্তর নামতেই দিল্লির বিভিন্ন এলাকা থেকে জল নামছে, স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে যমুনা সংলগ্ন দিল্লির বিভিন্ন জায়গা।
যমুনার জলস্তর বৃদ্ধি ও রাজধানীতে বন্যা পরিস্থিতির কারণে বহু মানুষ রিং রোডের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন, শুক্রবারও ত্রাণ শিবিরে আশ্রয় নিতে দেখা গিয়েছে মানুষজনকে। সকলেই চাইছেন নিজেদের বাড়িতে ফিরে যেতে, চাইছেন যমুনার জলস্তর আরও যেন নেমে যায়।