নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ পানীয় জলের দাবিতে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন৷ ঘটনা কৈলাসহরের ছনতৈল গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের মুসলিম পল্লী এলাকায়৷ অবরোধকারী গ্রামবাসীরা জানায় যে, কৈলাসহরের ছনতৈল গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের মনু নদীর পাশে অবস্থিত মুসলিম পল্লী এলাকায় দুইশো থেকে আড়াইশো পরিবারের বসবাস রয়েছে৷ এই মুসলিম পল্লী এলাকায় দীর্ঘদিন ধরে পানীয়জলের সমস্যা রয়েছে৷ মনু নদীর জলই গ্রামবাসীদের পানীয়জলের একমাত্র ভরসা ছিলো৷ গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের কাছে জানানোর অবশেষে গত এক বছর পূর্বে মুসলিম পল্লী এলাকায় ডিডাব্লিউএস দপ্তরের উদ্যোগে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছিলো৷ বিগত দুই মাস পূর্বে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মেশিন বসানোর কাজ সম্পন্ন হবার পর এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জল সরবরাহ শুরু হলেও প্রায় দশ দিন পানীয়জল সরবরাহের পর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি তালাবন্দী করে দেয় গ্রামের আবাদুর রহমান নামে এক যুবক৷ অবরোধকারী গ্রামবাসীরা আরও জানায় যে, গ্রামের দুই স্থায়ী বাসিন্দা আবাদুর রহমান এবং আকাদুর রহমান৷ এরা দুইজন আপন ভাই৷ ছোটো ভাই আকাদুর রহমানের জায়গায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর পর ছোট ভাই আকাদুর রহমানকে ঘুমে রেখে বড় ভাই আবাদুর রহমান নিজের নামে পাম্প অপারেটরের চাকুরী হাতিয়ে নিচ্ছিলো৷ শেষ মুহুর্তে ছোট ভাই আকাদুর রহমান এই খবর শোনার পর সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করার পর বড় ভাই আবাদুর রহমানের পাম্প অপারেটরের চাকুরীর অফার বাতিল হয়ে যায়৷ চাকুরীর অফার বাতিল হবার খবর পাওয়া মাত্রই বড় ভাই আবাদুর রহমান উত্তেজিত হয়ে গ্রামের নবনির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি তালাবন্ধী করে দেয়৷ প্রায় দেড় মাস ধরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তালাবন্ধী থাকায় গোটা মুসলিম পল্লী গ্রামে পানীয়জলের তীব্র হাহাকার শুরু হয়েছে৷ যার ফলে গ্রামবাসীরা একপ্রকার বাধ্য হয়ে কুড়ি জুলাই বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে কৈলাসহরের ছনতৈল এলাকার কামরাংগা বাড়ি লোহার ব্রিজটি অবরোধ করে দেয়৷ লোহার ব্রিজটি অবরোধ করার ফলে কয়েক শত গাড়ি এবং কয়েক শত যাএী আটকে পড়ে৷ অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানা থেকে বিশাল পুলিশ এবং টি.এস.আর অবরোধস্থলে যায়৷ অবরোধকারীরা স্পষ্ট ভাবেই জানিয়ে দেয় যে, যতক্ষন অব্দি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এসে কোনো ধরনের আশ্বাস দেবেন না ততোক্ষন অব্দি রাস্তা অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে জানানদীর্ঘ চার ঘন্টা অবরোধ থাকার পর বিকেল চারটা নাগাদ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা অবরোধস্থলে গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলার পর আধিকারিকরা জানায় যে, যতদিন অব্দি দুই ভাইয়ের সাথে সংশ্লিষ্ট দপ্তরের বোঝাপড়া হচ্ছে না ততদিনব্দি প্রতিদিন দুই বেলা করে দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে গ্রামে পর্যাপ্ত পরিমানে পানীয়জল সরবরাহ করা হবে৷ এই আশ্বাস পাবার পর অবরোধ কারীরা বিকেল সাড়ে চারটা নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেয়৷
2023-07-20