রাজ্য বাজেটকে জনমুখী আখ্যা দিয়ে কৈলাসহরে ধন্যবাদ র্যালী বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে এবং রাজ্য সরকার জনমুখী বাজেট পেশ করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে কৈলাশহর বিজেপি মন্ডলের উদ্যোগে কৈলাশহরে এক সুবিশাল বাইকরেলি অনুষ্ঠিত হয়৷ উক্ত এই বাইক র্যালিটি কৈলাশহর আশ্রম সুকলের মাঠ থেকে শুরু হয়ে কৈলাশহর থানা রোড টিলাবাজার বাবুরবাজার নুরপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাশহর বিজেপি জেলা কার্যালয় ভবনের সামনে এসে সমাপ্ত হয়৷ আজকের এই বাইক রেলিতে নেতৃত্ব দেন রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় ঊনকোটি জেলা বিজেপির সভাপতি পবিত্র দেবনাথ কৈলাশহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত কৈলাশহর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি দলের অন্যতম নেতা মবস্বর আলী ঊনকোটি জেলা বিজেপির সাধারণ সম্পাদক অরুন সাহা নারী নেত্রী মুক্তা পাল থেকে শুরু করে আরো অনেকে আজকের এই বাইক রেলীতে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *