ব্লাড মাউথ: ১(দেবরাজ)
নাইন বুলেটস: ১(কাউচাঙ)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই।। ফের ড্র-তে নিষ্পত্তি বি-ডিভিশন লিগ ফুটবলের ম্যাচ। হাইভোল্টেজ ম্যাচ ছিল ব্লাড মাউথ ক্লাব বনাম নাইন বুলেটস-এর মধ্যে। দর্শকাগমনও হয়েছিল অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। ম্যাচ ১-১ গোলে ড্র-তে নিষ্পত্তি হয়েছে ঠিকই, তবে খেলায় খেলোয়ারদের অসদাচরণ দর্শকদের মনোরঞ্জনে একাধিকবার ব্যাঘাত তৈরি করেছে। খেলার দুই অর্ধে দুই দলের পাঁচজনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেছেন বৈকি, ব্লাড মাউথ বনাম নাইন বুলেটস-এর ডার্বি ম্যাচ ১-১ গোলে ড্র-তে নিষ্পত্তি হওয়ায় আখেরে কিছুটা লাভবান হয়েছে কল্যাণ সমিতি। কেননা কল্যান সমিতি যেখানে টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অপরদিকে ব্লাড মাউথ এবং নাইন বুলেটস দুদলই নিজেদের তৃতীয় ম্যাচ ড্র-তে নিষ্পত্তি করে এক-এক করে পয়েন্ট ভাগ করে নিয়ে তালিকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করতে হচ্ছে। নিজেদের তিন ম্যাচের শেষে দুদলের পয়েন্ট সম সংখ্যক ৭ করে হলেও গোল ব্যবধানের নিরিখে নাইন বুলেটস এক ধাপ এগিয়ে। রবিবার বিকেলে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন লিগ ফুটবলের ১১ তম ম্যাচের দুই অর্ধে দুই দলের একটি করে গোলে শেষ পর্যন্ত ড্র-তে নিষ্পত্তি হয়েছে। প্রথমার্ধের শেষ সময়ে দেবরাজ জমাতিয়ার গোলে ব্লাড মাউথ ১-০ তে লিড নেয়। তবে দীর্ঘক্ষন আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলা গোলশূন্য অবস্থায় সমতা বিরাজ করছিল। একদিকে ব্লাডমাউথের ছেলেরা গোল ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায়, অপরদিকে নাইন বুলেটসও প্রয়াস জারি রাখে গোলটি শোধ করে ম্যাচে সমতা ফিরিয়ে আনার জন্য। খেলার ৬৫ মিনিটের মাথায় নাইন বুলেটস-এর কাউচাঙ জমাতিয়া গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। অতঃপর দুই দলের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও কার্যত তৃতীয় গোলের সন্ধান কেউ দিতে পারেনি। উপরন্তু নাইন বুলেটস-এর রাজিব সাধন, শান্তা জয়, প্রতাপ সিং এবং ব্লাড মাউথের বীর নারায়ন এবং মিঠুনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, অভিজিৎ দাস, কার্তিক দাস ও আদিত্য দেববর্মা। দিনের খেলা ত্রিপুরা স্পোর্টস স্কুল বনাম নবোদয় সংঘ, বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।