নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): দিল্লিতে যমুনার জলস্তর ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং ভারী বৃষ্টিপাত না হলে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে। জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বেশ কিছু অংশ এখনও জলমগ্ন থাকায় জনগণকে জলাবদ্ধ এলাকা এড়িয়ে যাওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। দিল্লির শান্তি ভানে যমুনার জলে শিশুদের খেলার একটি ভিডিও ট্যাগ করে কেজরিওয়াল জানান, “আমি সবাইকে এসব এড়িয়ে যাওয়ার অনুরোধ করছি। এটি মারাত্মক হতে পারে।” মুখ্যমন্ত্রী আরও জানান, ওয়াজিরাবাদ এবং চন্দ্রওয়ালের জল শোধনাগারগুলি রবিবারের মধ্যে আবার কাজ শুরু করবে। তিনি জানান, “যমুনার জলস্তর ধীরে ধীরে কমছে। আর ভারী বৃষ্টি না হলে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে। ওয়াজিরাবাদ এবং চন্দ্রওয়াল ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জল সরানো হচ্ছে। পরে মেশিনগুলি শুকানো হবে। আগামীকালের মধ্যে দুটি প্ল্যান্টই চালু করা হবে।”
দিল্লির মন্ত্রী অতিশীও জানিয়েছেন, যমুনার জলস্তর ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং ১২ ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। উল্লেখ্য, শুক্রবার রাত এগারোটা নাগাদ যমুনার জলস্তর রেকর্ড করা হয় ২০৭.৯৮ মিটার, তবে শনিবার সকালে যমুনার জলস্তর ধীরে ধীরে কমতে থাকে বলে দাবি করে প্রশাসন। শনিবার সকাল ৯টা নাগাদ যমুনার জলস্তর হ্রাস পেয়ে ২০৭.৫৩ মিটারে পৌঁছয়।