আগরতলা, ১৪ জুলাই (হি.স.): আজ আগরতলা কৃষ্ণনগর ঠাকুরপল্লী রোডস্হিত ভগিনী নিবেদিতা ছাত্রী নিবাস পরিদর্শনে গিয়েছেন তপশিলি জাতি কল্যাণ দফতরের মন্ত্রী সুধাংশু দাস। এদিন তিনি ছাত্রীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন।
এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এখানে তপশীলি জাতি, তপশীলি উপজাতি, মাইনরিটি এবং ওবিসি দফতরের মোট চারটি সম্প্রদায়ের মাধ্যমিকের ছাত্রীরা থাকেন। যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে গিয়েছিলেন বলে জানান তিনি।
এদিন তিনি আরও বলেন, মূলত হোস্টেলে থাকা ছাত্রীরা সমস্ত সুযোগ সুবিধা সঠিক ভাবে পাচ্ছে কি না তা খতিয়ে দেখার জন্যই আজকেরএই পরিদর্শন। পাশাপাশি এদিন তিনি ছাত্রীদের সাথে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে, তাদের সমস্যার কথা জানার চেষ্টা করেছেন এবং পরবর্তীকালে এই বিষয়গুলি নিয়ে খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।