BRAKING NEWS

শিলঙের লাইটুমখ্রায় হামলা-মামলায় গ্রেফতার পাঁচ

শিলং, ৯ জুলাই (হি.স.) : মেঘালয়ের রাজধানী শিলঙের প্রাণকেন্দ্র লাইটুমখ্রায় সংগঠিত হামলার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। তবে ধৃত পাঁচজনের নাম-ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।

গত ৬ জুলাই বৃহস্পতিবার রাতে লাইটুমখ্রায় ডিএইচএস অফিসের কাছে দুই দলের মধ্যে এক সহিংস সংঘর্ষ হয়। সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, উত্তেজিত জনতা থানা চত্বরে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল।

আজ রবিবার রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানানো হয়েছে, ওই সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার এক দলের দুই এবং অন্য দলের তিনজনকে গ্রেফতার করেছে সিটি পুলিশ। তবে ধৃত পাঁচ অভিযুক্তের নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছে সূত্রটি। শুধু বলেছে, অগ্নিসংযোগের আগে মাতাল দুই দলের ঝগড়া হয়েছিল। ঝগড়ার রেশ পড়েছিল থানায় বিদ্যমান গাড়ির ওপর। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা।

সূত্ৰটি জানিয়েছে, গ্রেফতারের পর আজ পাঁচজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *