তেলিয়ামুড়ায় বিএমএসের অফিসে ঢুকিয়ে শ্রমিককে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ তেলিয়ামুড়া বি এম এস অফিসে ঢুকিয়ে এক শ্রমিককে মারধর করার গুরুত্ব অভিযোগ উঠেছে৷ বি এম এস এর জেলা সম্পাদকের চেলাদের যন্ত্রনায় অতিষ্ঠ তেলিয়ামুড়ার বিভিন্ন স্তরের শ্রমিকরা৷  সংগঠন’’কে ব্যবহার করে একাংশ বিভিন্ন সময় বিভিন্নভাবে শ্রমিকদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে৷ যার চিত্র এবারও ধরা পড়ল৷ অতীতেও বহুবার এরকম ঘটনা উঠে এসেছে তেলিয়ামুড়া থেকে৷
এবার এক অসহায় নির্মাণ শ্রমিককে বি এম এস অফিসে ঢুকিয়ে দরজা লাগিয়ে বেধড়ক ভাবে মারধরের অভিযোগ উঠল একাংশ বিএমএস নেতাদের বিরুদ্ধে৷ এই জঘন্যতম ঘটনার পর শ্রমিকরা সঙ্ঘবদ্ধভাবে প্রথম অবস্থায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হলেও পরবর্তীতে বাহুবলী ওই  ত্নদ্ব নেতাদের ভয়ে বাধ্য হয়ে মীমাংসায় যেতে হয়েছে ওই নির্মাণ শ্রমিককে৷অভ্যন্তরীণ সূত্রে খবর, বি এম এস সংগঠনের নাম ভাঙিয়ে যারা তেলিয়ামুড়ায় এরকম গুন্ডাগিরি চালিয়ে যাচ্ছে তারা সকলেই  বি এম এস এর -খোয়াই জেলার সম্পাদক রাজেশ ঘোষের চেলা বলেই পরিচিত৷ আর এই রাজেশ ঘোষই হচ্ছে তেলিয়ামুড়ায় ঘটে যাওয়া এই ঘটনাগুলির মূল মাস্টারমাইন্ড৷  জেলা সম্পাদক রাজেশ ঘোষ চোরকে বাঁচানোর চেষ্টা সহ চোরকে দিয়ে সাংবাদিকের নামে থানায় অভিযোগ দায়ের করানো সহ বিভিন্ন জঘন্যতম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায়, এই ত্নদ্ব নেতৃত্বের অপকর্ম নতুন  নয়, দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়ার শ্রমিকরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নানা প্রকারের হেনস্থার শিকার হচ্ছে বলে পূর্বেও বহুবার অভিযোগ উঠেছে৷ ইতিপূর্বে টমটম চালক ও অটো চালকদের সাথে বার কয়েক সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা  ঘটেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *