ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই।। ত্রিপুরা হকি প্লেয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা স্তরে জেলা কমিটি গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে। আজ, রবিবার এসোসিয়েশনের বিশেষ আলোচনা সভায় এই সিদ্ধান্ত ছাড়াও ২৩শে আগস্ট হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিনটিকে ত্রিপুরা হকি প্লেয়ার কমিটির উদ্যোগে ফকির প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে স্থির হয়েছে। রাজ্য সরকারের বরাদ্দকৃত সিনথেটিক হকি মাঠটিকে দ্রুত হকি খেলার উপযুক্ত করে তোলার জন্য উদ্যোগ নেওয়া হবে। এবং রাজ্যের হকি খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে প্রশিক্ষক নিয়োগ করতে বলা হবে। ত্রিপুরা হকি প্লেয়ার ওয়েলফেয়ার কমিটির আর্থিক ব্যবস্থাকে মজবুত করার জন্য প্রত্যেক জেলা কমিটি এবং রাজ্য কমিটির সদস্যদের বার্ষিক ৬০০ টাকা করে চাঁদা ধার্য করা হয়েছে। হকি প্লেয়ার ওয়েলফেয়ার কমিটির সিদ্ধান্তক্রমে সুজিত বণিক কে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
2023-07-09