প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের মহাকাশ সংক্রান্ত কর্মসূচির ফলে মৈত্রী দেশও লাভবান হয়েছে : জিতেন্দ্র সিং

বেঙ্গালুরু, ৬ জুলাই (হি.স.): ভারতের জি-টোয়েন্টি সভাপতিত্বে মহাকাশ অর্থনীতি বিষয়ক নেতৃবৃন্দের চতুর্থ বৈঠক বৃহস্পতিবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের মহাকাশ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচির ফলে, প্রতিবেশী মৈত্রী দেশগুলিও লাভবান হয়েছে। মহাকাশ ক্ষেত্রে সংস্কার সাধনের অঙ্গ হিসেবে উৎসাহিত হয়েছে বেসরকারি অংশীদারিত্বও। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ১৪০টি স্টার্ট আপ, আরো সফলভাবে ভারতের একাধিক মহাকাশ কর্মসূচিতে অবদান রাখতে সক্ষম হয়েছে। চন্দ্রযান ও গগনযানের মত কর্মসূচি ভারতকে মহাকাশ ক্ষেত্রে সামনের সারিতে এনে দিয়েছে বলেও জানান তিনি।

এদিন জি-২০ সম্মেলনের ফাঁকে জিতেন্দ্র সিং বলেছেন, “এখানে এই ইভেন্টটি করার জন্য আমাকে অবশ্যই জি-২০ শেরপা এবং তাঁর দলকে প্রশংসা করতে হবে…এটি ছিল স্পেস ইকোনমি লিডারস মিটিং। আমাদের মহাকাশ প্রযুক্তি এবং সামর্থ্যের ক্ষেত্রে ভারত এখন প্রায় প্রথম সারির দেশ।” কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আরও বলেছেন, “বিগত ৯ বছরে, যখন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ বিভাগ খোলা-সহ বেশ কয়েকটি বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের এখন ১৪০টির মতো অত্যন্ত উজ্জ্বল স্টার্টআপ রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *