নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): দিল্লি সরকারের নতুন আবগারি নীতি সংক্রান্ত সিবিআই এবং ইডি-র মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি (আপ)-র নেতা মনীশ সিসোদিয়াকে জামিন দেয়নি দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মনীশ সিসোদিয়া। মনীশ সিসোদিয়া বৃহস্পতিবারই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন।
দিল্লি সরকারের নতুন আবগারি নীতি সংক্রান্ত মামলার তদন্ত করেছে সিবিআই ও ইডি। বেশ কয়েকবার দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন জানালেও, জামিন পাননি দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।