আসানসোল, ৫ জুলাই (হি. স.): আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি-২ নম্বর এলাকায় স্নান করতে নেমে পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম মুকুল যাদব(১৭)। এদিন সকালে বাড়ির অদূরে পুকুরে স্নান করতে যায় মুকুল। আচমকাই সে পুকুরের জলে ডুবে যায়। খবর পেয়ে বাড়ির লোকেরা যান। তড়িঘড়ি কিশোরকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে কিশোরের মৃতদেহ ময়নাতদন্ত করা হয়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।