নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): গুরু পূর্ণিমা উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরু পূর্ণিমার শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী সোমবার টুইট করে জানিয়েছেন, “সমস্ত দেশবাসীকে গুরু পূর্ণিমার অসীম শুভেচ্ছা।” সোমবার গোটা দেশজুড়ে পালিত হয়েছে গুরু পূর্ণিমা উৎসব। মহর্ষি বেদব্যাসের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটিতে গুরু পূর্ণিমা উৎসব পালিত হয়ে আসছে। তাই এটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত।
হিন্দু পঞ্চাঙ্গ মতেগুরু পূর্ণিমার পূজার শুভ সময় ২ জুলাই রাত ৮.২১ মিনিট থেকে শুরু হয়ে ৩ জুলাই বিকাল ৫.০৮ মিনিট পর্যন্ত চলবে। এই সময়েই দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে ও প্রতিষ্ঠানে ভক্ত ও অনুরাগীরা পালন করবেন গুরু পূর্ণিমা। এদিন সকালে দিল্লির গৌরী শঙ্কর মন্দিরে গুরু পূর্ণিমা উপলক্ষে ভক্তদের দেখা গেল প্রার্থনা করতে। দেশের অন্যান্য মন্দিরেও গুরু পূর্ণিমার পবিত্র শুভক্ষণে চলে পূজার্চনা।