ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।।ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবারের ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলেছে আগামী ৬ জুলাই। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্ট কে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলির জোরদার প্রস্তুতি। দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট প্রথমবারের মতো এবার অংশ নেবে উষা বাজার ভারতরত্ন সংঘ। গেল বছর তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে রানার্সের খেতাব অর্জন করে দ্বিতীয় ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে ভারতরত্ন। তাই দ্বিতীয় ডিভিশনেও ভালো ফলাফল করার প্রত্যাশা নিয়ে শক্তিশালী দল গঠন করল লাভ কর্মকর্তারা। লক্ষ্য একটাই ভালো ফুটবল খেলা উপহার দেওয়ার পাশাপাশি দ্বিতীয় ডিভিশনের চ্যাম্পিয়নের খেতাব দখল করে প্রথম ডিভিশনে জায়গা করে নেওয়া। আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই রাজ্যের খ্যাত নামা ফুটবলারসহ কলকাতা থেকে আসা ডিফেন্ডার কল্যাণ আদক কে নিয়ে উষা বাজার সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চলছে জোরদার প্রস্তুতি। দলের প্রশিক্ষক কৌশিক রায়ের তত্ত্বাবধানে চলছে ফুটবলারদের প্রশিক্ষণ। দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের সূচি অনুযায়ী ভারতরত্ন সংঘ প্রথম ম্যাচ খেলবে ব্লাড মাউথ ক্লাবের বিপক্ষে। গেল বছর তৃতীয় ডিভিশনের চ্যাম্পিয়ন হয়েছিল। রাজ্য ফুটবলের ময়দানে ব্লাড মাউথেরও খ্যাতি রয়েছে যথেষ্ট। স্বাভাবিকভাবেই নিজেদের প্রথম ম্যাচ অনেকটা কঠিন হলেও জয় দিয়েই এবছর ফুটবল মরশুম শুরু করতে চাইছে ব্লাড মাউথ। দলের ম্যানেজার দীপজ্যোতি ঘোষ জানান জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করার লক্ষ্যমাত্রা কে সামনে রেখেই দলের ফুটবলাররা নিজেদের প্রথম ম্যাচ খেলতে ময়দানে নামবে।
2023-07-02