আমি কোনওদিনই মার-দাঙ্গা এসবের পক্ষে নেই, ভাঙড়ের অশান্তি প্রসঙ্গে সাংসদ মিমি

কলকাতা, ১ জুলাই (হি. স.) : যারা মারপিট করে, দাঙ্গা করে তাদের পাশে আমি কোনদিন ছিলাম না, থাকবও না। শনিবার ডক্টরস ডে উপলক্ষে পাটুলি থানায় রক্তদান শিবিরের উদ্বোধন এসে এমনটাই বললেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী মিমি।

পঞ্চায়েত ভোটে আবহে দফায় দফায় উত্তপ্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে। শনিবার ভাঙড়ের হানাহানি নিয়ে সাংসদ মিমি বলেন, “আমি কোনওদিনই মার-দাঙ্গা এসবের পক্ষে নেই। কোনওদিন থাকবও না। যাঁরা এগুলোকে উৎসাহ দেয় আমি তাঁদের পাশেও কোনওদিন দাঁড়ব না। আমাদের প্রশাসন গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অনেকটা নিয়ন্ত্রণও হয়েছে। আমি সাধরণ মানুষকে বলব একটা ভোটের জন্য এই জিনিসগুলি না করতে। এটাই আমার তাঁদের প্রতি বার্তা। সবাই সুস্থভাবে ভোট দিন। যাঁরা কাজ করেছে, যাঁরা সুখে-দুঃখে আপনাদের পাশে ছিল তাঁদের ভোট দিন। আসলে মার-দাঙ্গা করে কোনওদিন কিছু হয়নি। হবেও না। আমি শান্তিপ্রিয় মানুষ। আমি সবসময় চাই সব কিছু শান্ত থাকুক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *