তিস্তার জামিনের আর্জি খারিজ গুজরাট হাইকোর্টে, অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ

আহমেদাবাদ, ১ জুলাই (হি.স.): বিশিষ্ট সমাজকর্মী তিস্তা শেতলবাদের জামিনের আবেদন শনিবার খারিজ করে দিল গুজরাট হাই কোর্ট। জামিন-আর্জি খারিজ করে দিয়ে অবিলম্বে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২০০২ সালে গুজরাট হিংসায় তথ্যপ্রমাণ বিকৃত করার অভিযোগ উঠেছে তিস্তার বিরুদ্ধে। সেই মামলায় তিস্তার জামিনের আর্জি খারিজ করে দিল গুজরাটের উচ্চ আদালত।

২০০২ সালে গোধরা পরবর্তী গুজরাট হিংসা নিয়ে ষড়যন্ত্রমূলক প্রচার চালানোর অভিযোগ উঠেছে তিস্তা শেতলবাদের বিরুদ্ধে। ২০২২ সালের ২৫ জুন তিস্তাকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। গ্রেফতার হওয়ার প্রায় আড়াই মাস পরে জামিন পেয়েছিলেন তিনি। গুজরাটের জঙ্গি দমন শাখার (এটিএস) হাতে ধৃত তিস্তার আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা এখনও বিচারাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *