রাজনৈতিক মতাদর্শের কারণে ছোট ভাইয়ের ঘরে তালা ঝুলিয়ে দিল বড় ভাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷   রাজনৈতিক মতাদর্শগত কারণে  মধুপুর থানাধীন পুরাতন রাজনগর এলাকায় ছোট ভাইয়ের ঘরে তালা ঝুলিয়ে দিল বড় ভাই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ মধুপুর থানাধীন পুরাথল রাজনগর এলাকায় ছোট ভাই বিজেপি করার অপরাধে ঘরে তালা ঝুলিয়ে দিলো বাম নেতা বড় ভাই৷ ভাই ও বৌদিকে মেরে জিবিতে পাঠানো হয়েছে৷ অভিযোগ, বাবুল ভৌমিক বাম নেতা হিসাবেই পরিচিত৷ ছোট ভাই সুবল একজন বিজেপির কর্মী৷ তাই সেই ভাইকে বাড়ি থেকে তাড়ানো ছিল মূল টার্গেট৷ কয়েকমাস আগে জায়গা ভাগ করে দেওয়া হয়েছে৷ তারপরও নাকি ছোট ভাইয়ের জায়গা দখল করতে মরিয়া হয়ে উঠে বাবুল৷ দুইদিন আগে পুরাথলে এসে বাবুল তার ছোট ভাই সুবল ও তার স্ত্রীকে মারধর করেছে৷ মধুপুর থানায় মামলাও করা হয়েছে৷ বৃহস্পতিবার সকালে এলাকার পঞ্চায়েত নেতাদের উপস্থিতিতে ঘরে তালা ভেঙে প্রবেশ করেন সুবল৷