নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ নেশা মুক্ত রাজ্য গঠনের আহবানে সাড়া দিয়ে এগিয়ে এলো মহিলা কলেজের ছাত্রীরা৷ মহিলা কলেজের এনএসএস ইউনাইটেড পক্ষ থেকে বৃহস্পতিবার যোগেন্দ্রনগর আম্বেদকর পল্লীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিল করা হয়৷
রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে৷ ছাত্র যুব সমাজকেও নেশা মুক্ত রাজ্য গঠনের কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ এই আহবানে সাড়া দিয়ে এগিয়ে এসেছে মহিলা কলেজের এনএসএস ইউনিট৷
মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গঠনের আহবানে সাড়া দিয়ে রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস স্বেচ্ছাসেবীরা তাদের দওক- নেওয়া গ্রাম যোগেন্দ্র নগরের আম্বেদকর পল্লীতে বৃহস্পতিবার নেশা মুক্তির আহবান জানিয়ে লিফলেট বিলি করেন৷ তাছাড়া সেই গ্রামে বৃক্ষ রোপন করেন ছাত্র-ছাত্রীরা৷ এদিন তারা এক বার্তায় ছাত্র যুব সমাজের সহ সমাজের সকল অংশের জনগণকে নেশা মুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান৷
2023-06-29