৪২১ গ্রাম চরস সহ মান্ডি থেকে ধৃত ব্যক্তি

কুল্লু, ২৮ জুন (হি. স.) : মানালি থানার অধীনে চরস পাচারের অভিযোগে মান্ডি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার যখন মানালি পুলিশ ট্রাক ইউনিয়নের কাছে টহল দিচ্ছিল তখন চরস পাচারের ঘটনাটি সামনে আসে।

পুলিশ সন্দেহের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি করলে তার কাছ থেকে ৪২১ গ্রাম চরস উদ্ধার করেছে। পুলিশ চরস বাজেয়াপ্ত করে অভিযুক্তকে আটক করেছে । পুলিশ সুপার সাক্ষী ভার্মা বলেছেন, পুলিশ অভিযুক্ত রজনীশ ওরফে রাজুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে রাজুরামের বাসিন্দা শীল বাধনী তহসিল পাদ্দার জেলা মান্ডির বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *