BRAKING NEWS

করিমগঞ্জে প্রায় ২২৫ কোটি টাকার নেশাদ্রব্য ধ্বংস প্রশাসনের

করিমগঞ্জ (অসম), ২৬ জুন (হি.স.) : গত এক বছর ধরে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বাজেয়াপ্তকৃত হেরোইন, কফ সিরাফ, গাঁজা, ইয়াবা ট্যাবলেট ইত্যাদি আজ সোমবার সকালে যোনিটিলা এলাকার পুলিশ রিজার্ভের খালি মাঠে জ্বালিয়ে ধ্বংস করেছে প্রশাসন।

আজ যে সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে এর মধ্যে রয়েছে ২৫ কেজি ৭৭১ গ্রাম হেরোইন, ১২ লক্ষ ১৪ হাজার ৭৬১টা ইয়াবা ট্যাবলেট, ৪৩ হাজার ২৪২ শিশি ফেনসিডাইল কফ শিরাপ, ২১ কেজি ৯৪১ গ্রাম কেজি গাঁজা। এগুলির বাজারমূল্য ২২৫ কোটি টাকার বেশি।

জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ ডিসপজেল কমিটির সদস্যদের উপস্থিতিতে নেশাদ্রব্যগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনুরূপ মাদকদ্রব্য ধ্বংস অভিযান আজ গোটা রাজ্যের বিভিন্ন জেলায় পরিচালিত হয়েছে।

পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্ন সাকার করতে ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গত এক বছরে ১১২টি মামলা নথিভুক্ত হয়েছে কেবল ড্রাগস সম্পর্কিত। তিনি বলেন, যুবসমাজ যাতে এ থেকে রক্ষা পায় সে উদ্দেশ্যে পুলিশ দিনরাত কাজ করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *