নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ জিবি বাজার এলাকাকে ট্রাফিক জ্যাম মুক্ত করার লক্ষ্যে রবিবার ট্রাফিক দত্তরের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ক্লাব কর্মকর্তা এবং পুলিশ ও ট্রাফিক পুলিশকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ রবিবার ট্রাফিক দপ্তরের উদ্যোগে জিবি বাজারকে কিভাবে যানজট মুক্ত রাখা যায় সেই বিষয় নিয়ে জিবি বাজার মার্কেটে যানবাহন চালক, স্থানীয় ব্যবসায়ী, ক্লাব কর্তৃপক্ষ এবং ট্রাফিক ও পুলিশ কর্মীদের নিয়ে বৈঠক করা হয়৷ উপস্থিত ছিলেন ট্রাফিক এসপি মানিক লাল দাস ,এনসিসি থানার মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে সহ অন্যান্যরা৷বেশ কয়েক মাস যাবত জিবি বাজার এলাকায় প্রতিনিয়ত যানজট লেগে রয়েছে৷ এতে জিবি হাসপাতালে আসা ইমার্জেন্সি গাড়ি সহ রোগীকে দীর্ঘ সময় ট্রাফিক জ্যামের কারণে রাস্তার মধ্যে আটকে থাকতে হচ্ছে৷ এতে রোগীর আরো অসুস্থ হয়ে পড়ছে৷ অনেক সময় অনেক দেরি হওয়ার কারণে গাড়ির মধ্যেও কিছু কিছু রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ছে৷ জিবি বাজারকে ট্রাফিক জ্যাম মুক্ত করতে অবশেষে ময়দানে নামল ট্রাফিক দপ্তর৷ এই বৈঠকে সিদ্ধান্ত হয় খুব শীঘ্রই জিবি বাজার থেকে সমস্ত গাড়ির স্ট্যান্ড সরিয়ে নেওয়া হবে৷ এসপি মানিক লাল দাস জানান অন্যান্য রাজ্যের তুলনায় এখানে ট্রাফিক ব্যবস্থা অনেক ভালো৷ এই বৈঠকে আরো সিদ্ধান্ত হয় ফুটপাতে থাকা বেশ কিছু দোকানগুলি সরিয়ে দেওয়া হবে৷
2023-06-25