কর্তব্যে গাফিলতি, গ্রেফতার অসম পুলিশের সাব-ইনস্পেক্টর নুরউদ্দিন

গুয়াহাটি, ২৪ জুন (হি.স.) : কর্তব্যে গাফিলতির দায়ে গ্রেফতার হয়েছেন অসম পুলিশের জনৈক সাব-ইনস্পেক্টর (এসআই) নুরউদ্দিন আহমেদ। আহমেদকে বাকসা থেকে গ্রেফতার করেছে দরং জেলার সিপাঝাড় থানার পুলিশ।

জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার রোজি তালুকদারের দায়েরকৃত এক এফআইআর-এর ভিত্তিতে অসম পুলিশের এসআই নুরউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্তি পুলিশ সুপার তালুকদারের অভিযোগ, এসআই নুরউদ্দিন আহমেদকে যখন সিপাঝার থানায় নিয়োগ দেওয়া হয়েছিল, তখন তিনি বেশ কয়েকটি মামলার উপযুক্ত নথিপত্র জমা দেননি। তাছাড়া তিনি মামলা সংক্রান্ত বহু ভুক্তভোগীর সাথে দুর্ব্যবহারও করেছেন। বর্তমানে নুরউদ্দিন বাকসা জেলা স্পেশাল ব্রাঞ্চে নিয়োজিত ছিলেন।
ওই এফআইআর-এর ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে সিপাঝাড় পুলিশের এক দল বাকসায় গিয়ে নুরউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে।