ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন।।হলো মেগা র্যালি। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে। অলিম্পিক দিবস উপলক্ষ্যে। শুক্রবার ভোরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। বিভিন্ন ইভেন্টের প্রায় দেড় হাজার ক্রীড়াবিদ অংশ নেয় ওই র্যালিতে। সকালে র্যালির উদ্বোধন করেন প্রদেশ বি জি পি-র সভাপতি তথা রাজ্য জিমন্যাস্টিক্স সংস্থার সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, রাজ্য জিমন্যাস্টিক্স সংস্থার চেয়ারম্যান রতন সাহা, সভাপতি দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, সচিব সুজিত রায়, রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমন্যাস্ট মন্টু দেবনাথ প্রমুখ। ক্রীড়াক্ষেত্রে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য তা স্পষ্টভাবে জানিয়ে দেন চেয়ারম্যান রতন সাহা। পাশাপাশি ত্রিপুরা থেকে আরও দীপা কর্মকার বের করে আনা বর্তমান অলিম্পিক সংস্থার কর্তাদের মূল লক্ষ্য বলে জানান তিনি। বর্ণাঢ্য ওই র্যালি শহরের বিবিন্ন পথ পরিক্রমা করে আবার রবীন্দ্রভবনে এসে শেষ হয়। রাজ্য অলিম্পিক সংস্থার সচিব সুজিত রায় বলেন,” ক্রীড়াক্ষেত্রে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য। আগামীদিনে আরও বহু পরিকল্পনা নেওয়া হবে ত্রিপুরার ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য”।
2023-06-23