পাটনা, ২৩ জুন (হি.স.): পাটনায় বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পাটনার মেগা বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে লড়তে আমরা একজোট হয়েছি। আমরা ঐক্যবদ্ধ। একজোট হয়েই বিজেপিকে হঠাতে চাই। পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ এনে একগুচ্ছ ফিরিস্তি তুলে ধরেন । একই সঙ্গে রাজ্যের একান্ত রাজ্যের বিষয় রাজ্য ও রাজ্যপাল সংঘাতের প্রসঙ্গও উঠে এল মমতার এদিনের বক্তব্যে ।
পাখির চোখ ২০২৪ লোকসভা নির্বাচন। শুক্রবার নীতিশ কুমারের ডাকে পাটনায় বিজেপি বিরোধী বৈঠক হয়। পাটনায় বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে মমতা জানান, খুব ভালো বৈঠক হয়েছে৷ পাশাপাশি তিনি জানান, পাটনা থেকেই জন আন্দোলন শুরু হয়৷ বহু আন্দোলন পাটনা থেকেই শুরু হয়েছিল৷ এরপর তিনি বলেন, ‘আমরা সবাই এক, আমরা একযোগে লড়াই করব। আমরা বিরোধী নয়, আমরাও দেশপ্রেমিক, আমরাও ভারতমাতা বলি। মণিপুর জ্বলছে, আমাদেরও কষ্ট হচ্ছে। বিজেপি যেভাবে একনায়কতন্ত্র চালাচ্ছে, তা মেনে নেওয়া যাচ্ছে না।’ এর পরের বৈঠক সিমলায় হবে বলেও জানান তিনি। মমতা বলেন, এর আগেও দিল্লিতে বিরোধীদের একাধিক বৈঠক হয়েছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তাই আমি নীতীশ কুমারকে পাটনায় বৈঠক ডাকতে অনুরোধ করেছিলাম। কারণ এই পাটনা শহর এবং বিহার অতীতে অনেক জনআন্দোলনের জন্ম দিয়েছে। আজকের এই পাটনা বৈঠক সফল।
সাংবাদিক সম্মেলনে মেগা বৈঠকে উপস্থিত প্রায় সব দলের শীর্ষ নেতাই সংক্ষিপ্ত ভাষণ দেন।সকলেরই একটাই বক্তব্য আগামী লোকসভা ভোটে বিরোধী ঐক্য গড়ে স্বৈরতন্ত্রী বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে। বিরোধী নেতাদের মধ্যে মমতার সংক্ষিপ্ত ছিল সবচেয়ে বেশি ঝাঁঝালো। কথা প্রসঙ্গে তিনি বাংলার সাম্প্রতিক পরিস্থিতিও টেনে আনেন। মুখ্যমন্ত্রী নিশানা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে।
তিনি বলেন, আমরা নির্বাচিত সরকার হওয়া সত্ত্বেও রাজভবন থেকে সমান্তরাল সরকার চালানো হচ্ছে। সরকার কিছুই জানল না, হঠাৎ করে রাজভবন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস পালন করে ফেলল। আমি প্রতিবাদ করার সত্ত্বেও তা কানে তোলা হল না। খেয়ালখুশিমতো রাজভবন থেকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিযোগ করা হচ্ছে। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে কিছু আইনজীবীকে দিয়ে নানা ভাবে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছে। আদালত পঞ্চায়েত ভোট নিয়েও সুবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিচ্ছে।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ এনে বলেন, তারা ১০০ দিনের কাজ, গ্রামীণ রাস্তা, আবাস যোজনার টাকা আটকে রেখেছে। বিরোধীরা মুখ খুললেই ইডি-সিবিআই লাগিয়ে দেওয়া হচ্ছে।বিরোধী নেতাদের নানা ভাবে হেনস্তা করা হচ্ছে। এই স্বৈরতন্ত্রী সরকারকে হটাতেই হবে।নারী নির্যাতন, দলিতদের উপর অত্যাচার, বেরোজগারি নিয়ে কেন্দ্রীয় সরকারের মুখে কুলুপ। সরকার শুধু বিরোধীদের মুখে লাগাম পড়াতেই ব্যস্ত।
মমতা বলেন, বিজেপির কালা আইনের বিরুদ্ধে একজোট হয়ে আমরা লড়াই করব। রক্ত ঝরলেও আমরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। এই স্বৈরাচারী সরকারের অত্যাচারের হাত থেকে দেশবাসীকে আমরাই রক্ষা করব। বিজেপি দেশের ইতিহাস ধ্বংস করতে চাইছে। পাটনার এই বৈঠক থেকেই নতুন ইতিহাসের সূচনা হল।