রাজ্য নির্বাচন কমিশনের অফিসে শুভেন্দু অধিকারী

কলকাতা, ২৩ জুন (হি. স.) : রাজ্য নির্বাচন কমিশনের অফিসে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে রয়েছেন বঙ্গ বিজেপির মনোজ টিগ্গা, সুশীল বর্মণ ও সত্যেন রায়। শুক্রবার বিকেলে কমিশনের অফিসে ঢোকেন শুভেন্দু।

উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের সচিব পদে বর্তমানে দায়িত্বে রয়েছেন নীলাঞ্জন সান্ডিল্য। সম্প্রতি পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর নির্বাচন কমিশনারকে সাহায্য করতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ আমলা সঞ্জয় বনসলকে। তিনি বর্তমানে অনগ্রসর শ্রেণি ও সমাজ কল্যাণ দফতরের সচিব পদের দায়িত্বে রয়েছেন। এমনভাবে সঞ্জয় বনসলকে দায়িত্ব দেওয়া অবৈধ বলেই দাবি করছেন অনেকে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, সেই বিষয়টি নিয়েই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে কথা বলতে এসেছেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে এবং তারপরও যে অশান্তির চিত্র ফুটে উঠতে শুরু করেছে, সেই সব বিষয়গুলি নিয়েও রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তিনি কথা বলতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *