তৃণমূল বিধায়ক তাপস রায়ের নিশানায় বিরোধীরা

কলকাতা, ২৩ জুন (হি.স.) : দলীয় কর্মী খুন থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী চাওয়া । পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিরোধীদেরকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও প্রবীণ নেতা তাপস রায়।

শুক্রবার তিনি বলেন, যখনই বিরোধী রাজনৈতিক দলের কেউ কোনও সংঘর্ষে মারা যায়, তখন বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলে দায়ী করা হয়। অথচ তৃণমূল কংগ্রেসের কোনও নেতাকর্মী মারা গেলে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বলা হয়, গোষ্ঠীদ্বন্দ্বের জন্য খুন হতে হয়েছে।

পঞ্চায়েত ভোট প্রসঙ্গে তাপসবাবু এদিন বলেন, তৃণমূল কংগ্রেসের কাছে এ রাজ্যের যে কোনও নির্বাচনই পাখির চোখ। আমাদের দল সারা বছর মানুষের সঙ্গে থাকে এবং মানুষকে নিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করে। ফলে কেবলমাত্র ভোট এলেই পরিযায়ী পাখির মতো বিরোধী রাজনৈতিক দলগুলির মতো হঠাৎ করে রাজনীতির ময়দানে সেজেগুজে হাজির হতে হয় না।

বিরোধীরা দাবি করেই চলেছে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। পর্যাপ্ত বাহিনী ছাড়া তারা ভোটে অংশগ্রহণ ও জয়যুক্ত হতে পারবে না। এ প্রসঙ্গে তাপস বাবুর আবেদন, প্রয়োজনে আধা সামরিক বাহিনী নয়- পুরোপুরি সামরিক বাহিনী বা মিলিটারি দিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট করা হোক এ রাজ্যে। তাহলে হয়তো বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি পূরণ হতে পারে। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে প্রার্থী দেওয়ার মতো এবং এজেন্ট দেওয়ার মতো পর্যাপ্ত লোক না থাকলে তার জন্য তারা কোনওভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে দায়ী করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *