বাঁকুড়া, ২৩ জুন (হি. স.) : আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করা এবং ভোট কর্মীদের নিরাপত্তার দাবী জানিয়ে বুধবার নির্বাচনী ট্রেনিং সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সংগ্ৰামী যৌথ মঞ্চ।দাবী সম্বলিত স্মারকলিপিতে গণ সাক্ষর সংগ্ৰহ করে তা নির্বাচন কমিশনের উদ্দেশ্যে জেলা নির্বাচন আধিকারিকের নিকট পেশ করা হয়।
গত ১৫ জুন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির নির্দেশের উল্লেখ করে প্রতিটি জেলায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ ও ভোটার এবং ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবী জানানো হয়েছে।এছাড়াও ভোট গ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত আলো, জল,পরিচ্ছন্ন শৌচাগার ও পুষ্টিকর আহারের ব্যবস্থা ও ভোটকর্মীদের অযথা হয়রানি যাতে হতে না হয় সেদিকে লক্ষ্য রাখার আবেদন জানানো হয়েছে।