হাফলং (অসম), ২২ জুন (হি.স.) : অসমের বিধানসভা নির্বাচনী কেন্দ্র পুনর্বিন্যাসের প্রকাশিত খসড়া নিয়ে তীব্র অসোন্তষ ব্যক্ত করেছে ডিমা হাসাও জেলা কংগ্রেস।
আজ বৃহস্পতিবার হাফলং রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ডিমা হাসাও জেলা কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান কালিজয় সেংইয়ং বলেন, মঙ্গলবার ভারতের নির্বাচন কমিশন অসমের বিধানসভা নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করেছে। কিন্তু এতে ডিমা হাসাও জেলা কংগ্রেস মোটেই খুশি নয়। কারণ নির্বাচন কমিশন অসমের বিধানসভা এলাকা পুনর্বিন্যাস করার জন্য যে কমিটি গঠন করে দিয়েছিল, ওই কমিটির কাছে ডিমা হাসাও জেলা কংগ্রেস ডিমা হাসাওয়ের জেলাশাসকের মাধ্যমে জেলায় আরও এক বা দুটি কেন্দ্র বৃদ্ধি করার দাবি জানিয়ে এক স্মারকপত্র প্রেরণ করেছিল।
তিনি বলেন, মঙ্গলবার নির্বাচন কমিশন অসমের বিধানসভা এলাকা পুনর্বিন্যাসের যে খসড়া প্রকাশ করেছে, এতে বিটিসিতে ৩ এবং কারবি আংলং জেলায় ১ কেন্দ্র বাড়িয়েছে। কিন্তু ষষ্ঠ তফশিলির অন্তর্ভুক্ত ডিমা হাসাও জেলার সবচেয়ে পুরনো উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ থাকার পরও এই পাহাড়ি জেলায় বিধানসভা কেন্দ্র বৃদ্ধি না করার বিষয়টি অতি দুঃখজনক বলে মন্তব্য করে কালিজয় সেংইয়ং বলেন, ডিমা হাসাও জেলায় এখন জনসংখ্যা দুই লক্ষের উপর। কিন্তু মেঘালয় সহ উত্তরপূর্বের ষষ্ঠ তফশিলির অন্তর্ভুক্ত অন্য রাজ্যগুলিতে ১৫-২০ হাজার জন সংখ্যায় একটি করে বিধানসভা কেন্দ্র রয়েছে। এই অবস্থায় ডিমা হাসাও জেলায় আরও এক বা দুটি বিধানসভা কেন্দ্র বৃদ্ধি করা যেতেই পারে বলে মন্তব্য করেন কালিজয় সেংইয়ং।
এদিকে সাংবাদিক সম্মেলনে ডিমা হাসাও জেলা কংগ্রেসের উপ-সভাপতি অরিপম বডো বলেন, ডিমা হাসাও জেলার বিভিন্ন দল-সংগঠন ও জনগণের দীর্ঘদিনের দাবি ডিমা হাসাও জেলায় পৃথক লোকসভা কেন্দ্র ও এক বা দুটি বিধানসভা কেন্দ্র বৃদ্ধি করা। কিন্তু নির্বাচন কমিশন প্রকাশিত খসড়ায় দেখা গেছে, বিটিসিতে তিনটি এবং কারবি আংলংয়ে একটি কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে। অথচ সবচেয়ে পুরনো স্বশাসিত পরিষদ বিদ্যামান থাকার পরও ডিমা হাসাও জেলায় বিধানসভা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি না করে প্রকার বঞ্চনা করা হয়েছে।
এই অভিযোগ তুলে তিনি বলেন, অসমের নির্বাচন কেন্দ্র এলাকা পুনর্বিন্যাস সংক্রান্ত বিয়াবলি যাচাই করতে গত ২৩ মার্চ নির্বাচন কমিশন কর্তৃক গঠিত কমিটির কাছে ডিমা হাসাও জেলায় আরও এক বা দুটি বিধানসভা কেন্দ্র বৃদ্ধি করার দাবি জানিয়ে স্মারকপত্র প্রদান করা হয়েছিল। কিন্তু গত ২৭ মার্চ গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিটিসি ও কারবি আংলং জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন যদিও ডিমা হাসাও জেলা থেকে ওই বৈঠকে কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না, এই প্রশ্ন তুলে অরিপম বডো অভিযোগ করেন, এ নিয়ে বিজেপির জেলা সভাপতি, পার্বত্য পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং রাজ্যের মন্ত্রী নন্দিতা গার্লোসা কোনও পদক্ষেপই গ্রহণ করেননি।
তবে কংগ্রেস আগামী ১১ জুলাই এই খসড়া নিয়ে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত অসমের নির্বাচনী ক্ষেত্রের সীমানা পুনর্বিন্যাস কমিটির কাছে ডিমা হাসাও জেলায় এক বা দুটি বিধানসভা বৃদ্ধি করার দাবি জানাবে। আর এক্ষেত্রে তিনি জেলার দল-সংগঠন, আঞ্চলিক সংগঠন, ছাত্র সংগঠন ও এনজিওদের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। অরিপম বডো বলেন, ডিমা হাসাও জেলায় বিধানসভা কেন্দ্র বৃদ্ধির জন্য অসমের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হবে বলে।