নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ সিধাই থানাধীন মোহনপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী চন্দ্রমোহন দেবনাথ আজ সকালে দোকানে এসে দেখেন দরজার সামনে কে বা কারা মলত্যাগ করে রেখেছে৷ তিনি বাইকের ওপর হাতের ব্যাগটি রেখে দোকান খুলে ভেতর থেকে জল আনতে যান৷ সে সুযোগে দুই বাইক আরোহী উনার ব্যাগ নিয়ে পালিয়ে যায়৷ পাশের দোকানের সুকান্ত তাতি নামে এক কিশোর কর্মচারীর ঘটনা দেখে চিৎকার দিতেই চন্দ্রমোহন বাইরে আসে৷ খবর যায় সিধাই থানায়৷
ছিনতাইবাজরা যে দিকে এসেছে এবং পালিয়েছে সে রাস্তার পাশে তিনটি এটিএম রয়েচে৷ সেই এটিএম-এর সিসি টিভি অনেক সময় রাস্তা পর্যন্ত কাভার করে৷ পুলিশ সে ভিডিও গুলি খতিয়ে দেখেন হয়ত বা কোন তথ্য পেতে পারে৷
2016-04-20

