আইজিএম হাসপাতাল চত্বরে গাড়ি থেকে নগদ ত্রিশ হাজার টাকা ও সোনার চেইন চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷  রাজধানীর আইসিএম হাসপাতাল চত্বরে গাড়ি থেকে নগদ ত্রিশ হাজার টাকা ও সোনার চেইন হাতিয়ে নিয়ে গেল চোর৷ ঘটনা সোমবার রাতে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷৷
চোরের উপদ্রবে এখন হাসপাতালও সুরক্ষিত নয়!সন্ধ্যা রাতে বিশালগড় থেকে জয়দীপ সাহা নামে এক ব্যক্তি তার শিশুকে আই জি এম হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য৷৷ ওই ব্যক্তি গাড়ি পার্কিং করে শিশুকে হাসপাতালে নিয়ে যান ডাক্তারের কাছে৷ শিশুটিকে হাসপাতালের ডাক্তার বাবুরা দেখে ভর্তি করান৷৷ পরবর্তী সময়ে জয়দীপ সাহা নামে ওই ব্যক্তি গাড়ি থেকে জিনিস নেওয়ার সময় লক্ষ্য করেন গাড়ির দরজার কাচ ভেঙ্গে নগদ ৩০ হাজার টাকা সহ শিশুটির গলার চেইন নিয়ে যায় চোরের দল৷৷ সাথে সাথে  ঘটনাটি আই জি এমে থাকা নিরাপত্তা রক্ষীদের জানানো হয়৷৷ খবর দেওয়া হয় আগরতলা পশ্চিম থানার পুলিশকে৷৷ এখনও  পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগী ও তাদের পরিবারের লোকজনদের মতো রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়৷  হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷