আগরতলা, ১৯ জুনঃ আজাদি কা অমৃত মহোৎসব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকারের সেবা সুশাসন গরীব কল্যাণের ৯ম বর্ষ পুর্তি উপলক্ষে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, আগরতলা শাখার উদ্যোগে ১৯ শে জুন ২০২৩ থেকে বিশালগড় নতুন টাউন হলে এক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মাননীয় বিধায়ক সুশান্ত দেব। উপস্থিত ছিলেন প্রেস ইনফরমেশন ব্যুরো, আগরতলা অফিসের আধিকারিক শুভাশিস চন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, এই ৯ বছরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক কাজ হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারনে আজ বিশ্বে ভারতের সম্মান বেড়েছে। কোভিড অতিমারির টিকা আবিস্কার করে দেশবাসীর সঙ্গে বিশ্বের অন্যান্য দেশকেও সাহায্য করেছেন। তিনি বলেন, দেশের ইতিহাস তুলের ধরতে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। প্রেস ইনফরমেশন ব্যুরো, আগরতলা অফিসের আধিকারিক শুভাশিস চন্দ বলেন, কেন্দ্র সরকার মানুষের কল্যাণে যে পরিকল্পনা নিয়েছে সেগুলি সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে সাফল্য লাভ করে। অনুষ্ঠানের স্বাগত ভাষনে, সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, আগরতলা শাখার আধিকারিক সুদীপ্ত কর বলেন, স্বাধীনতা ৭৫ বছর পুর্তি উপলক্ষে ভারত সরকার এক বছর ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে মানুষকে বিস্তারিত তুলে ধরতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
2023-06-19