অমিত শাহ মঙ্গলবার গুজরাট সফরে যাচ্ছেন, অংশ নেবেন একাধিক জনসমাবেশে

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার, ২০ জুন গুজরাট সফরে যাচ্ছেন। ওই দিন গুজরাটে একাধিক জনসমাবেশে অংশ নেবেন তিনি। বিভিন্ন জনসমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি ভগবান জগন্নাথ দেবের মন্দিরে পূজার্চনা করবেন তিনি। আগামীকালই রথযাত্রা, সেই উপলক্ষ্যে জগন্নাথ দেবের মন্দিরে পূজার্চনা করবেন তিনি।

একদিনের সফরে বেশ কয়েকটি জনসমাবেশে অংশ নেবেন তিনি। এছাড়াও একটি হাসপাতালের ভূমিপুজোও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রীও অমিত শাহ। পাশাপাশি দুটি পার্ক ও একটি রেলওয়ে ফ্লাইওভার উদ্বোধন করবেন তিন।