ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।। অলিম্পিক দিবসকে সামনে রেখে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে প্রদর্শনীমূলক বডি বিল্ডিং এবং আর্ম রেসলিং প্রতিযোগিতা। উদ্যোক্তা ত্রিপুরা বডিবিল্ডিং অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা আর্মি রেসলিং এসোসিয়েশন। আগামীকাল বেলা সাড়ে এগারোটায় এম এল প্লাজা কনফারেন্স হলে আয়োজিত প্রদর্শনী প্রতিযোগিতায় ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। এদিকে, আজ এনএসআরসিসি-তে প্রদর্শনী মূলক ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ভৈরব স্পোর্টস কাউন্সিলের সচিব আতিকুর ইসলাম, ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের কার্যকরী সভাপতি রতন সাহা সহ ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের অন্যান্য পদাধিকারীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অলিম্পিক দিবসকে সামনে রেখে ১৬ জুন থেকে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে।