বক্সিরহাট, ১৬ জুন (হি. স.) : কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সংকোশ সেতু সংলগ্ন এলাকায় নাকা চেকিং চালানোর সময় গাঁজা উদ্ধার। শুক্রবার একটি পিকআপ ভ্যানের গোপন চেম্বার থেকে ৯৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করল বক্সিরহাট থানার পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ টাকা। গাঁজা পাচারের অভিযোগে ওই গাড়ির চালক ও তার সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নাকা চেকিং পয়েন্ট থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রুটিন নাকা চেকিং চলাকালীন অসম থেকে বাংলায় প্রবেশের পথে একটি পিকআপ ভ্যানকে দাঁড় করায় কর্তব্যরত পুলিশকর্মীরা। পরবর্তীতে ওই গাড়িতে তল্লাশি চালানোর সময় গাড়ির গোপন চেম্বার থেকে বাজেয়াপ্ত হয় ১৬টি গাঁজার প্যাকেট। গাঁজা পাচারের অভিযোগে গাড়ির চালক বিহারের বাসিন্দা আনশু কুমার গুপ্তা ও উত্তরপ্রদেশের বাসিন্দা অজয় কুমার গুপ্তাকে গ্রেফতার করেছে পুলিশ। গাঁজাগুলিকে অসমের রঙ্গিয়া থেকে পাচারের উদ্দেশ্যে বিহারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।