শান্তিরবাজার, ১২ জুন (হি. স.) : নাশকতার আগুনে পুড়ে ছাই হল গাড়ি। রাতের অন্ধকারে বগাফা স্কুল সংলগ্ন এলাকায় দুষ্কৃতীকারিরা সিধাই মোহনপুরের বাসিন্দা বুদ্ধরায় দেববর্মার গাড়ি পুড়িয়ে দিয়েছে। ওই ঘটনায় শান্তিরবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুদ্ধরায় বাবু জানিয়েছেন, বগাফা স্কুল সংলগ্ন এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। তাঁর মেয়ে বগাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা। বাড়ির পাশেই তিনি টিআর০১এডব্লিউ০৬৭৩ নম্বরের গাড়িটি রেখেছিলেন। রবিবার গভীর রাতে দুষ্কৃতীকারিরা ওই গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তাতে, গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসেছে। বুদ্ধরায় বাবু ওই ঘটনায় থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

