নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের জাতীয় কর্ম সমিতির বৈঠক আজ থেকে আগরতলা প্রেসক্লাবের শুরু হয়েছে৷ দুই দিনের এই বৈঠকের সূচনা করেন রাজ্যের সম মন্ত্রী টিংকু রায়৷এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার৷উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শ্রম মন্ত্রী টিংকু রায় বলেন রাজ্য সরকার রাজ্য সাংবাদিকদের কল্যাণে বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়িত করেছে৷ত্রিপুরা এখন উন্নয়নের দিশায় এগিয়ে চলছে৷ বিভিন্ন ক্ষেত্রে পুরসৃকত হচ্ছে হচ্ছে ত্রিপুরা৷ এদিকে মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্যের সাংবাদিকদের সাথে সরকার কাজ করছে৷বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার৷অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি গীতার্ত পাঠক ও মহাসচিব সাবিনা ইন্দ্রজিৎ৷ স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার৷ দুই দিনের এই বৈঠকে ভারতের বিভিন্ন রাজ্য থেকে সাংবাদিক প্রতিনিধিরা অংশ নিয়েছেন৷আগামী কাল চলবে এই বৈঠক৷উল্লেখ করা যেতে পারে ত্রিপুরা এই প্রথম ইউনিয়নের জাতীয় কর্ম সমিতির বৈঠক বসেছে৷ প্রনব
2023-06-11