মোদী মানেই উন্নয়ন : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ জুন(হি.স.) : মোদী মানেই উন্নয়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরায় উন্নয়ন ধারা বয়েই চলেছে। তাঁর কার্যকালের নয় বছর পূর্তিতে বিকাশ তীর্থ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ লেম্বুছড়া স্থিত কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে এমনটাই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন তিনি বলেন,  প্রধানমন্ত্রী ত্রিপুরায় হীরা মডেল দিয়েছেন। বর্তমানে ত্রিপুরায় জলপথে যোগাযোগের বিষয়েও ভাবা হচ্ছে। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরায় একের পর এক উন্নয়ন হচ্ছে।

তার দাবি, এনএসিসি দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত সংস্কৃত বিশ্ববিদ্যালয় আধুনিক পরিকাঠামো দিয়ে পরিবেষ্টিত এক পীঠস্থান।পার্শ্ববর্তী রাজ্য অসম, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা সহ সুদূর নেপাল থেকেও ছাত্রছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষায় অধ্যয়নের সুযোগ গ্ৰহণ করছেন। হি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *