শিলিগুড়ি, ৭ জুন (হি. স.) : শিলিগুড়ির নকশালবাড়ি ব্লকের চা বাগানের ফাগু লাইনে কুয়ায় পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে । নিহতের নাম তারসু ওরাওঁ।
নিহতের স্ত্রী আশা ওরাওঁ জানান, এদিন সকালে জল তোলার সময় হঠাৎ কুয়োয় পড়ে যায় স্বামী। চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে যায় কুয়োর কাছে। অনেক চেষ্টার পর তাকে কুয়ো থেকে বের করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর পর তদন্ত শুরু হয়েছে।

