নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ বন্য দাতাল হাতি মধ্য কৃষ্ণপুর এলাকায় প্রবেশ করে ভেঙে তছনছ করে দিয়েছে একাধিক বাড়িঘর! তান্ডব চালায় গোটা এলাকায়৷ রবিবার গোটা রাত ব্যাপি বন্য দাতাল হাতি জঙ্গল থেকে বেরিয়ে মধ্য কৃষ্ণপুর এলাকায় প্রবেশ করে তান্ডব চালায়৷ বন্য দাতাল হাতি তাণ্ডব চালিয়ে ভেঙে ফেলে এলাকার একাধিক বাড়িঘর৷ সোমবার সকালে এই ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শনে যান খোয়াই জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা৷ স্থানীয়দের দাবি অতিদ্রুত যাতে এই হাতির সমস্যা সমাধানে বন দপ্তর সদর্থক ভূমিকা গ্রহণ করে৷৷
2023-06-05