বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগরতলায় বাইসাইকেল র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷  পরিবেশ রক্ষার বার্তায় ৫ জুন ৫৮ তম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে৷ সাড়া বিশ্বের সঙ্গে ত্রিপুরায়ও হবে বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচী৷রবিবার বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আগরতলায় হয় বাই সাইকেল রেলি৷ এদিন  ত্রিপুরা স্টেট পলিউশন কন্েন্টাল বোর্ডের উদ্যোগে আগরতলা হেরিটেজ পার্ক সংলগ্ণ এলাকা থেকে এক বাইসাইকেল রেলি বের হয়৷ এর সূচনা করেন বন দপ্তরের সচিব কে এস শেটি৷ এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব ডঃ বিশু কর্মকার সহ অন্যান্যরা৷ এদিন সাইকেল রেলি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷এবছরের বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা প্লাস্টিক দূষণের সমাধান৷বন দপ্তরের সচিব কে এস শেটি বলেন,  প্লাস্টিকের ব্যাগ, জলের বোতল  ব্যবহার না করা, জল অপচয় না করা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *