নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলের আর্থিক সহায়তায় রবিবার স্বামী বিবেকানন্দ ক্লাবের অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কপর্োরেটার শম্পা চৌধুরী, অভিজিৎ মল্লিক, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা৷ ক্লাব কর্তৃপক্ষের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন মুখ্যমন্ত্রী৷ মহিলাদের উন্নয়ন না ঘটলে সমাজ, রাজ্য ও দেশের উন্নতি সম্ভব নয়৷ অন্যদিকে অত্র এলাকায় নেশার দৌড়াত্ম্য একটা সময় ছিল৷ যে কারনে ঘটত বহু অঘটন৷ নেশা মুক্ত ত্রিপুরা গড়তে শক্তহাতে পদক্ষেপ নিচ্ছে সরকার৷ এই ক্ষেত্রে ক্লাব ও সামাজিক সংস্থা গুলির সক্রিয় ভূমিকা থাকতে হবে৷ কারন সমাজ গঠনে ক্লাবের বড় দায়িত্ব রয়েছে৷ একদল মানুষ কেবল সমস্যা হলেই ক্লাবে আসেন৷ এট ঠিক নয়৷ নতুন নতুন মানুষদের যুক্ত করতে হবে৷
2023-06-04